১১ জুল, ২০০৯

Google Calendar Help!! U Can Use Google as a Alarm Clock

আপনার যেকোন কাজ বা রিমাইনডার সময় মত আপনাকে মনেকরিয়ে দেবে গুগল কেলেন্ডার।কাজ,পার্টি,জন্মদিন,মিটিং ইত্যাদি আপনাকে মনেকরিয়ে দেবে গুগল কেলেন্ডার SmS এর মাধ্যমে।এবং এই সুবিধা গুগল একদম ফ্রি দিচ্চে এজন্য প্রথমে
Google Calendar
এই ঠিকানায় যেতে হবে।


সেকানে আপনার কোন Gmail Account থাকলে তা দিয়ে Sing In
করুন। আর Gmail Account না থাকলে "Creat a new account"
ট্যাবে ক্লিক করে নতুন একাউন্ট খুলে "সাইন ইন" করুন।এর পর একটি কেলেন্ডার পেজ খুলবে সখানে
উপরে "Setting" এ ক্লকি করুন ।
যে পেজ আসবে সেখানে "Mobile Setup" এ ক্লিক করুন।যে পেজ আসবে সেখানে
দেশ বাংলাদশে সিলেক্ট করে কানট্রি কোড (+88018******) সহ মোবাইল নম্বর দিয়ে Send
notifaction code এ ক্লিক করুন।আপনার মোবাইলে Google থেকে SmS এর
মাধ্যমে একটি Code যাবে সেই code টি Verification code: এর ঘরে
বসিয়ে finish Setup দিন।
এর পর যে পেজ আসবে সেখানে By default,remind me Via ঘরে
দুইটাতেই SMS করে দিন।এবং Choose how you would like to be notified:
ঘরে সব লিংক এ টিক চিহ্ন দিন। সেভ
করে বের হয়ে আসুন এবং নতুন একটা কেলান্ডার ইভেন্ট যুক্ত করুন। দেখুন ওই ইভেন্ট আসার আগেই
আপনার মোবাইলে SMS এসে যাবে।

এভাবে আপনার সব কাজ,পার্টি,জন্মদিন,মিটিং ইত্যাদি লিখে রাখুন।Google সময় মত আপনাকে
জানিয়ে দেবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন