আপনি আপনার, আপনার বন্ধুর,বা যে কেউর মোবাইলে ইন্টারনেট
সটিং করতে পারবেন। সহজে ও SMS করা ছাড়া এবং সম্পুর্ণ
ফ্রিতে।
যে সেটটিতে ইন্টারনেট সেটিং করবেন সে সেটটিতে একটা একটেল
সিম insert করুন। এবার আপনার কম্পিউটার বা অন্য মোবাইল
হতে http://gprs.aktel.com
যান। যে পেজটি খুলবে সেখানে
ছবির মত করে Aktel নম্বরটি দিন। "Next" দিয়ে পরের পেজটিতে
যান।সেখানে লিস্ট হতে আপনার Handset Manufacture select
করুন ছবির মত করে।
"Next" দিয়ে পরের Page এ যান। সেখানে list থেকে আপনার
Model সিলেক্ট করুন। ( ছবির মত
করে )
"Next" দিয়ে পরের Page -এ কি ধরণের সেটিং চান তা দিন।
MMS চাইলে MMS দিন। Internet চাইলে Internet দিন। ( ছবির মত করে )
"Next" দিয়ে পরের পেজ এ Confirm করে "next" দিয়ে পর্দায় যে
Code টি দেখা যাবে তা নিচের ঘরে দিয়ে "next" দিন। ( ছবির মত করে )। এখন সব ঠিক
থাকলে আপনার মোবাইলে একটা SMS আসবে ঐ SMS এ যে
Code আসবে তা Authentication Code ঘরে বসিয়ে "Next"
দিন। ( ছবির মত করে )যে পেজ
আসবে তা Finish করুন।
আপনার মোবাইলে Setting Sms আসবে তা Open করে Save
করুন। Pin Code চাইলে 1234 দিন।
ব্যাস হয়ে গেলো।এখন আপনি একটেল দিয়ে Browse করতে
পাবেন।এতো একটেল গলে ।
এই Setting দিয়েই আপনি সবসিমে ইন্টারনেট Use করতে
পারবেন। সেজন্য :-
আপনার Handset এ Setting এ Gprs Seeting এ APN পরিবর্তন
করতে হবে।
GP র APN - gpinternet
Taletalk - APN - internet
Warid- APN - Internet
Banglalink - APN - blweb
ধন্যবাদ
আমার ওয়েব সাইট :- www.afnan-apu.co.cc
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন