আমি গল্প বলবো তার সমাধান দিন। ব্লগাররা আড্ডা দিচ্ছিল,সেখানে আমিও ছিলাম।তখন... "দারুন একটা সুযোগ পেয়েছি" ঘরে ঢুকেই বলল সুজন ভাই।"কোটিপতি হতে এক বছর ও লাগবেনা।" "আরে কি হয়েছে খুলে বলো আগে" বলল মুকুট ভাই। "দেবদাসভাই একটা অফার দিল আজ। উনি আমাকে প্রতিদিন ১০ হাজার টাকা দিয়ে যাবে।" বলল সুজন ভাই। আমরা তো আবাক ! সিফাত বলল " এমনি এমনি এত টাকা দিবে কেন আপনাকে? "না ব্যাপারটা গিভ এন্ড টেকের"বলল সুজনভাই। "প্রথম দিন উনি আমাকে ১০হাজার টাকা দিলে আমি উনাকে ১টাকা দিব,পরের দিন উনি দিবে দশ হাজার আর আমি দিব ২ টাকা।
৩০ জুল, ২০০৯
২০ জুল, ২০০৯
I Am Nokia 5300 Xpress Music Calling.
আমি 5300 Xpressmusic পিতা :- Nokia আমি প্রথমআলোর ব্লগের একজন নিয়মিত দর্শক। বিশ্বাস হচ্ছেনা? আমি একটা ব্যবহায্য মোবাইল সেট বলে? আমার জীবনি বলার জন্য আমার এই লেখা। “আমি যখন নকিয়া নামে একটা শহর থেকে রওনা দিই তখন আমি নতুন, মাত্র জন্ম নিয়েছি। কোথায় যায় তার ঠিক নাই। আমাকে বাংলাদেশ নামক একটা দেশে আনা হলো ।এর পর এক দোকানে গ্লাস বন্ধি শোরুমে রাখা হলো। এর পর থকে কত মানুষ আমাকে দেখতে প্রতিদিন আসতো । কত জন এসে আমাকে চালিয়ে দেখতো।আমাকে বিভিন্ন রকম করে দেখতো। আমার কেমেরার মাধ্যমে ছবি তুলে দেখতো। আহা কি দিনই না ছিল। একদিন এক আপু এসে আমাকে দেখলো। এর পর তিনি ওন্যদের মত তেমন বেশি না ঘেটেই আমাকে নিয়ে এলো ।আমি এক নতুন ভুবনে এলাম এক ব্যাস্ত ভুবনে সারাদিন SMS করা ফোন রিসিভ করা । আমার থেকে ভালই লাগছিল। তবে তখনো আমি বাংলা ভাষা বুঝা শিখিনি । আমার কাছে বাংলা তখন এক অবাক ভাষা। আমার মধ্যে তখন ইংলিশ,আরবি সহ চারটা ভাষা ইনস্টল করা ছিল। কিন্ত বাংলা ছিলনা। ওই আপুটি আনেক ব্যবহার করতো আমাকে যত্ন সহকারে । কিন্তু ওনি আমার সম্পর্কে জানতেন না। আমার সামান্য কাজেই তিনি সন্তুষ্ট ছিলেন।
১৪ জুল, ২০০৯
Why Blogers Are Bloging? Why? Why?
ব্লগাররা ব্লগিং কেন করে? কেন? কেন?
আমি প্রথমআলো ব্রগের একজন প্রায় নতুন সদস্য , মাত্র সাত কি আট টা পোস্ট এ পর্যন্ত দিয়েছি। তবে আমি নতুন ব্লগার নয়।আমি অন্যান্য ব্লগ সাইটের সদস্য এবং আনেক পুরাতন ব্লগার।কিন্তু প্রথমআলো ব্লগ আমার সব পাল্টে দিল।এই ব্লগ আমার খুভ ভালো লাগে।প্রথমত বাংলা ভাষার জন্য।তা ছাড়া অনেক কিছু আছে যা বুজানো যাবনো ।কেন জানি না প্রথমআলো ব্লগের প্রতি আমার একটা নেশা হয়ে গেছে।পোস্ট দি আর না দি,প্রতিদিন একবার আমাকে এ ব্লগ সাইটে আসতেই হবে।নইলে যে ঘুম হবেনা!! আমি গর্ব বোধ করি এ ব্লগের সদস্য হয়ে।প্র্রতিদিন যখন ঘর হতে বের হয়,ঘর এর ভেতরে থাকি , সব কাজে কর্মে সব সময় চোখ কান খোলা রাখি নতুন পোস্টের জন্য। সবসময় নতুন নতুন পোস্ট নিযে চিন্তা করি।এক প্রকার নেশা হয়ে গেছে পোস্ট দেওয়া।ও পোস্ট পরা।
আমি প্রথমআলো ব্রগের একজন প্রায় নতুন সদস্য , মাত্র সাত কি আট টা পোস্ট এ পর্যন্ত দিয়েছি। তবে আমি নতুন ব্লগার নয়।আমি অন্যান্য ব্লগ সাইটের সদস্য এবং আনেক পুরাতন ব্লগার।কিন্তু প্রথমআলো ব্লগ আমার সব পাল্টে দিল।এই ব্লগ আমার খুভ ভালো লাগে।প্রথমত বাংলা ভাষার জন্য।তা ছাড়া অনেক কিছু আছে যা বুজানো যাবনো ।কেন জানি না প্রথমআলো ব্লগের প্রতি আমার একটা নেশা হয়ে গেছে।পোস্ট দি আর না দি,প্রতিদিন একবার আমাকে এ ব্লগ সাইটে আসতেই হবে।নইলে যে ঘুম হবেনা!! আমি গর্ব বোধ করি এ ব্লগের সদস্য হয়ে।প্র্রতিদিন যখন ঘর হতে বের হয়,ঘর এর ভেতরে থাকি , সব কাজে কর্মে সব সময় চোখ কান খোলা রাখি নতুন পোস্টের জন্য। সবসময় নতুন নতুন পোস্ট নিযে চিন্তা করি।এক প্রকার নেশা হয়ে গেছে পোস্ট দেওয়া।ও পোস্ট পরা।
১২ জুল, ২০০৯
A Poem of my Golden Age.
ছোটবেলায় কতই না আরামে ছিলাম। কত মজা কত আনন্দ।
আর এখন টেনসন,ব্যস্ততা!আরো কত কি?
ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু.......
আমার খেলার ছড়া
--------------------------
খাবার শেষে দুপুর বেলা
যেই ঘুমালাম বেশ,
হঠাত করে কারা যেন,
মারলো ঘুমের তেশ।
আর এখন টেনসন,ব্যস্ততা!আরো কত কি?
ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু.......
আমার খেলার ছড়া
--------------------------
খাবার শেষে দুপুর বেলা
যেই ঘুমালাম বেশ,
হঠাত করে কারা যেন,
মারলো ঘুমের তেশ।
১১ জুল, ২০০৯
Google Calendar Help!! U Can Use Google as a Alarm Clock
আপনার যেকোন কাজ বা রিমাইনডার সময় মত আপনাকে মনেকরিয়ে দেবে গুগল কেলেন্ডার।কাজ,পার্টি,জন্মদিন,মিটিং ইত্যাদি আপনাকে মনেকরিয়ে দেবে গুগল কেলেন্ডার SmS এর মাধ্যমে।এবং এই সুবিধা গুগল একদম ফ্রি দিচ্চে এজন্য প্রথমে
Google Calendar
এই ঠিকানায় যেতে হবে।
Google Calendar
এই ঠিকানায় যেতে হবে।
১০ জুল, ২০০৯
Jokes Collection- ( 1 )
১/
এক মাতাল রাস্তার পাশে দাড়িয়ে তার ঘরের চাবি ল্যাম্প পোষ্টে ঢুকাবার চেষ্টা করছে দেখে
টহল পুলিশ এগিয়ে এসে বলল:
পুলিশ:- ভিতরে ডুকে কি করবেন,বাসায় তো কেউ নেই মনে হচ্ছ।।
মাতাল:- আছে আছে । ওই দেখ উপর তলায় আলো জ্বলছে।
**********
এক মাতাল রাস্তার পাশে দাড়িয়ে তার ঘরের চাবি ল্যাম্প পোষ্টে ঢুকাবার চেষ্টা করছে দেখে
টহল পুলিশ এগিয়ে এসে বলল:
পুলিশ:- ভিতরে ডুকে কি করবেন,বাসায় তো কেউ নেই মনে হচ্ছ।।
মাতাল:- আছে আছে । ওই দেখ উপর তলায় আলো জ্বলছে।
**********
৯ জুল, ২০০৯
A Sad Story of a Bell.
চীনের "তা চুং সু" মন্দরির প্রকান্ড ঘন্টার আওয়াজ শোনাযায় ৩৭ মাইল দুর থেকে।সম্রাট ইয়ঙলু এটা তৈরি করেন।
এই ঘন্টা তৈরির পেছনে আছে এক মর্মান্তিক ও বিস্ময়কর গল্প।সম্রাট মন্দিরের ঘন্টা তৈরির ফরমায়েশ দিলেন শহরের সেরা
কর্মকার কে। শর্ত দিলেন ঘন্টাটি হতে হবে প্রকান্ড এবং আওয়াজ হতে হবে খুব বেশি শ্রুতিমধুর।কয়েক মাস কষ্ট করে প্রকান্ড
একটা ঘন্টা তৈরি হলো।কিন্ত সেই ঘন্টা ষম্রাটরে পছন্দ হলোনা।আবার আরএকটা ঘন্টা বানানোর নির্দেশ দেওয়া হলো
কর্মকারটাকে। সে আনেক কষ্ট করে আরেকটা বানালো, কিন্তু এ ঘন্টাও সম্রাট পছন্দ করলোনা। এবার সম্রাট নির্দেশ দিলেন নতুন ঘন্টার এবং বললেন এবার ও যদি না হয় কর্মকার কে জবেহ করা হবে। অর্থাত মৃত্যুদন্ড দেওয়া হবে। এবার কর্মকার বিপদে পড়ে গেল। চিন্তায় তার ঘুম হারাম হয়ে গলে।কর্মকার বুজতে পারছিলনা তার সব সাধনা ও পরিশ্রমের পরেও কেন ঘন্টার আওয়াজ ঠিক হচ্ছিলনা। সে এবার এক জ্যোতিষীর কাছে সব বলল। জ্যোতিষী সব শুনে বলল তাকে একটা শিশুর প্রাণ বিসর্জন
এই ঘন্টা তৈরির পেছনে আছে এক মর্মান্তিক ও বিস্ময়কর গল্প।সম্রাট মন্দিরের ঘন্টা তৈরির ফরমায়েশ দিলেন শহরের সেরা
কর্মকার কে। শর্ত দিলেন ঘন্টাটি হতে হবে প্রকান্ড এবং আওয়াজ হতে হবে খুব বেশি শ্রুতিমধুর।কয়েক মাস কষ্ট করে প্রকান্ড
একটা ঘন্টা তৈরি হলো।কিন্ত সেই ঘন্টা ষম্রাটরে পছন্দ হলোনা।আবার আরএকটা ঘন্টা বানানোর নির্দেশ দেওয়া হলো
কর্মকারটাকে। সে আনেক কষ্ট করে আরেকটা বানালো, কিন্তু এ ঘন্টাও সম্রাট পছন্দ করলোনা। এবার সম্রাট নির্দেশ দিলেন নতুন ঘন্টার এবং বললেন এবার ও যদি না হয় কর্মকার কে জবেহ করা হবে। অর্থাত মৃত্যুদন্ড দেওয়া হবে। এবার কর্মকার বিপদে পড়ে গেল। চিন্তায় তার ঘুম হারাম হয়ে গলে।কর্মকার বুজতে পারছিলনা তার সব সাধনা ও পরিশ্রমের পরেও কেন ঘন্টার আওয়াজ ঠিক হচ্ছিলনা। সে এবার এক জ্যোতিষীর কাছে সব বলল। জ্যোতিষী সব শুনে বলল তাকে একটা শিশুর প্রাণ বিসর্জন
৮ জুল, ২০০৯
A Little Story for all of you
আজ আমার জীবনের একটা বিশেষ দিন,আজ তার সাথে দেখা করতে যাব।
কার সাথে?
এখন বলা যাবে না।যাবেনা ঠিক না যাচ্ছে না,মরবার ঘুমের জন্য যাচ্ছে না।যে দিন কোন কাজ থাকেনা,সেদিন ভোর পাচঁটায় ঘুম ভেঙ্গে যায়,আর ঘুম আসেনা।বালিশ মাথার নীচে,পায়ের নিচে,এমনকি খাটের নীচে দিয়ে শুই তবু ঘুম আসেনা।আর যেদিন কাজ থাকে,সেদিন চোখ খোলা যায় না,মনে হয় কেউ মাস্টার গাম দিয়ে চোখের পাতা জোড়া দিয়ে দিয়েছে।দাঁত মাজতে গিয়ে মাজন পাউডার এর বদলে গুড়া সাবান দিয়ে দাঁত মেজে ফেলি।নাস্তার সময় মনে হয় সেদ্ধ ডিম না সাবান কচ কচ করে খাচ্ছি,চা মনে হয় সাবান গোলা পানি।জগত সংসার কেবল সাবান আর সাবান,যেন সাবান রাজ্য।
কার সাথে?
এখন বলা যাবে না।যাবেনা ঠিক না যাচ্ছে না,মরবার ঘুমের জন্য যাচ্ছে না।যে দিন কোন কাজ থাকেনা,সেদিন ভোর পাচঁটায় ঘুম ভেঙ্গে যায়,আর ঘুম আসেনা।বালিশ মাথার নীচে,পায়ের নিচে,এমনকি খাটের নীচে দিয়ে শুই তবু ঘুম আসেনা।আর যেদিন কাজ থাকে,সেদিন চোখ খোলা যায় না,মনে হয় কেউ মাস্টার গাম দিয়ে চোখের পাতা জোড়া দিয়ে দিয়েছে।দাঁত মাজতে গিয়ে মাজন পাউডার এর বদলে গুড়া সাবান দিয়ে দাঁত মেজে ফেলি।নাস্তার সময় মনে হয় সেদ্ধ ডিম না সাবান কচ কচ করে খাচ্ছি,চা মনে হয় সাবান গোলা পানি।জগত সংসার কেবল সাবান আর সাবান,যেন সাবান রাজ্য।
You can set free GPRS Setting on your Mobile Phone
আপনি আপনার, আপনার বন্ধুর,বা যে কেউর মোবাইলে ইন্টারনেট
সটিং করতে পারবেন। সহজে ও SMS করা ছাড়া এবং সম্পুর্ণ
ফ্রিতে।
যে সেটটিতে ইন্টারনেট সেটিং করবেন সে সেটটিতে একটা একটেল
সিম insert করুন। এবার আপনার কম্পিউটার বা অন্য মোবাইল
হতে http://gprs.aktel.com
যান। যে পেজটি খুলবে সেখানে
সটিং করতে পারবেন। সহজে ও SMS করা ছাড়া এবং সম্পুর্ণ
ফ্রিতে।
যে সেটটিতে ইন্টারনেট সেটিং করবেন সে সেটটিতে একটা একটেল
সিম insert করুন। এবার আপনার কম্পিউটার বা অন্য মোবাইল
হতে http://gprs.aktel.com
যান। যে পেজটি খুলবে সেখানে
৭ জুল, ২০০৯
Do You Want To Use free Ubuntu Software?
চান? যা সহযে ও Windows Xp এর মধ্যেই ইনস্টল করা যায়।
তাহলে প্রথমে Ubuntu Free
Service - এই লিংক টাতে ক্লিক করুন। এর পর যে ওয়েব
পেজটা আসবে সখোনে "Request a CD of Ubuntu Desktop
Edition" এ ক্লিক করুন।এর পর
যে পজেটি আসবে ওতে "What is Your e-mail Id " তে আপনার
তাহলে প্রথমে Ubuntu Free
Service - এই লিংক টাতে ক্লিক করুন। এর পর যে ওয়েব
পেজটা আসবে সখোনে "Request a CD of Ubuntu Desktop
Edition" এ ক্লিক করুন।এর পর
যে পজেটি আসবে ওতে "What is Your e-mail Id " তে আপনার
Find any Postal Code From Bangladesh!
ইন্টারনেটে Postal Code খুব প্রয়োজন। যেকোন Sing up বা Registartion এ Postal Code দরকার হয়। আপনার Postal Code জানা না থাকলে আপনি ইন্টারনেট থেকেই জানতে পারবেন। ওয়েব ঠিকানাটা হলো :-Postal Code এর জন্য এখানে ক্লিক করুন
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)