Aug 1, 2009

Google Maps,That I Never Lost Anywhere.

এতদিন Google earth বা Google Map ব্যাবহার করতাম। তবে তা কম্পিউটারে সীমা বদ্ধ ছিল। তবে অনেক আগে একবার মোবাইলে Google Maps Mobile Verson ব্যাবহার করে ছিলাম। কিন্তু আল্পদিনেই তার সখ মিঠে গেল । তার আবশ্য নানা কারণ ছিল। প্রথমত আমার Aktel সিমে আনলিমিটেড ইন্টারনেট ছিলনা। তার উপর ঠিক বুঝতে পারছিরাম না গুগল ম্যাপসটার কাজ। একত গুগলের ম্যাপ তখন একেবারে নতুন। ২ সপ্তাহ আগে...আমার এক বন্ধু একদিন আমাকে গুগল ম্যাপস এর নতুন ম্যাপটার কথা বলল। এসে বলল এর নতুন ভার্সন বের হয়েছে। আমি তার থেকে লিংক নিয়ে মোবাইলে তা ইনস্টল করলাম। এখন আমার আনলিমিটেড ইন্টারনেট আছে। তাই কোন সমস্যা হলোনা। এনস্টল করে পুরোদিন সফটওয়ারটার পিছনে লেগে রইলাম।



একসময় বুঝলাম এটা দারুন একখান সফটওয়ার। আমি এখন যে কোন স্থানের ম্যাপ বের করতে পারি সহজে ও হাতের মুঠোর মধ্যে। নতুন এ ভার্সনে শুধু ম্যাপস না স্যাটেলাইট ও ব্যাবহার করা যায় সহজে। তবে স্যাটেলাইট এত পরিস্কার না ম্যাপের মত। সামান্য একটু বুদ্ধি খাটিয়ে সার্চ করতে হয় এ আরকি। যেমন সফটওয়রটি চালু করার পর ডান পাশের সার্চ ম্যাপ অপশনে সার্চ করতে হলে :- Bangladesh,Chittagong,biswash para লিখে সার্চ করতে হবে। প্রথমে দেশ এর পর সিটি এরপর এলাকা। আর যাদের GPS মোবাইল আছে তদের তো সার্চ-ই করতে হবেনা। Maps-এ তাদের বর্তমান স্থান Track করতে পারবেন। তাদের বর্তমান স্থান দেখতে পারবেন। সাধারণত ডিফল্টে ম্যাপ থাকে কিন্ত ২ চাপলে গুগল ম্যাপস সেটেলাইট মুডে চলে যাবে। আপনার বাড়ির ছাদ আবিস্কার করুন আপনার মোবাইলে। ম্যাপসে ৩ চাপলে জুম হয় আর ১ চাপলে জুম আউট। তাই বলি আমরা আর হারাবোনা। আর বন্ধু মহলে সবাই এখন আমার মোবাইলে ঝুকে থাকে ম্যাপস দেখার জন্য। আর লোকাল বাসে যখন সবার ঠেলা-ঠেলি,গুতা-গুতির মধ্যে আমি মোবাইল বের করে ম্যাপস বের করে দেখতে থাকি তখন আসে পাসের লোকজন আবাক হয়ে তাকিযে থাকে। আর মনে মনে বলে "ব্যাডা করে কি??" সংবিধিবদ্ধ সতর্কিকরণ :- যাদের মোবাইলে আনলিমিটেড ইন্টারনেট নেই তার এই সফট টা Use করার সাহস করিয়েন না। করলে আশা করি ৫ মিনিটের মধ্যে আপনি ফতুর। ফাইলটি ডাউনলোড করুন :- Google Maps

No comments:

Post a Comment