২৬ মার্চ, ২০১১
Clemon Ride for Green সিলেট টু ককৃসবাজার বাইসাইকেল টুর।
ফটো ক্রেডিট :- কেউকেরাডং বাংলাদেশ গ্রুপ।
20/10/2010 Eng.
দুপুরে বসে TV দেখছি হটাৎ দেখি Clemon Ride For Green Adds । আকিজ গ্রুপ নামে একটি কম্পাণি বাইসাইকেল Tour আয়োজন করতেছে যা কিনা সিলেটে শুরু হয়ে ককৃসবাজার শেষ হবে। আমি খুব আগ্রহী হলাম। আমি একজন সাইক্লিস্ট চট্রগ্রাম থেকে। ছোঠ আনেক টুর আমি এর আগেো করেছি। তাই সিলেট হতে ওদরে চট্রগ্রাম আসার আপেক্ষা করতে লাগলাম। আর আমি নিজেকে প্রস্তত করতে লাগলাম।
৩১/১০/২০১০ সাল
দুপুর বেলা দুইটার দিকে সাইক্লেইস্ট রা সাইকেল চালিয়ে চট্রগ্রামের দিকে আসতে লাগলো। তারা ২৫ তারিখ রওনা দিয়েছিল। আমি চট্রগ্রাম সিটি গেটের কাছে বসে ছিলাম তাদের আগমন দেখার জন্য। প্রথমেই একজন সাইক্লিইস্ট দেখলাম
ক্লেমন জাসি্ পরা। তিনি পরিচয় দিলেন হাযলুল ইসলাম বলে। বাংলাদেশের একজন সাইক্লিইস্ট। এর পর একে একে বাংলাদেশের ৬৪ জেলা ঘুরে ফেলা সাইক্লেইস্ট সাইদ, এর পর রাজেস ভাই রাসেল আরো আনেকে আসলো। সবাই একসাথে কিছু ছবি তুললাম। এর পর আমি তাদের গাইড করে নিউ মার্কেট সংলগ্ন বাইক কম সাইকেল সপে আনলাম।
ও খানে তারা খাওয়া ও থাকার ব্যাবস্থা করলো। আমি ওই দিনের মত বিদায় নিলাম তাদের কাছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)