এতদিন Google earth বা Google Map ব্যাবহার করতাম। তবে তা কম্পিউটারে সীমা বদ্ধ ছিল। তবে অনেক আগে একবার মোবাইলে Google Maps Mobile Verson ব্যাবহার করে ছিলাম। কিন্তু আল্পদিনেই তার সখ মিঠে গেল । তার আবশ্য নানা কারণ ছিল। প্রথমত আমার Aktel সিমে আনলিমিটেড ইন্টারনেট ছিলনা। তার উপর ঠিক বুঝতে পারছিরাম না গুগল ম্যাপসটার কাজ। একত গুগলের ম্যাপ তখন একেবারে নতুন। ২ সপ্তাহ আগে...আমার এক বন্ধু একদিন আমাকে গুগল ম্যাপস এর নতুন ম্যাপটার কথা বলল। এসে বলল এর নতুন ভার্সন বের হয়েছে। আমি তার থেকে লিংক নিয়ে মোবাইলে তা ইনস্টল করলাম। এখন আমার আনলিমিটেড ইন্টারনেট আছে। তাই কোন সমস্যা হলোনা। এনস্টল করে পুরোদিন সফটওয়ারটার পিছনে লেগে রইলাম।